হযরত উমর রাযিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ্ এ কিতাবের (অর্থাৎ কুরআন) মাধ্যমে সমুন্নত করেন অনেকের মর্যাদা আবার অন্যদের করে দের অবনত। (মুসলিম শরীফ)
শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি মাল্টার জেল থেকে মুক্তি পেয়ে দারুল উলূম দেওবন্দে আসেন। ইশার পর উপস্থিত উলামায়ে কেরামের মজলিসে বলেন, “এই চার বছরের বন্দিজীবনে আমি দুটি সবক হাসিল করেছি।” একথা শুনে উপস্থিত সকলেই কৌতুহলী হলেন। সুদীর্ঘ ৮০ বছরে যিনি শত সহস্র
আলেম গড়ে তুললেন, তিনি আজ জীবন-সন্ধ্যায় এসে আবার নতুন কী সবক শিখলেন? শাইখুল হিন্দ বললেন, “বন্দিত্বের কালে নীরবে একাকীত্বে বসে আমি বিস্তর ভেবেছি। ভেবেছি বর্তমান মুসলমানদের অধঃপতনের মূল কারণ কী? বহু ভাবনা-চিন্তার পর আমি মুসলমানদের অধঃপতনের দুটি মূল কারণ খুঁজে পেয়েছি। একটি হল, কুরআন শরীফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। আরেকটি হল, পারস্পরিক দ্বন্দ্ব ও মতানৈক্য। “