জীবন। অন্তহীন আবেদনে সাজানো এক ক্ষুদ্র পথচলা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক সংগ্রাম। একজন মুসলমানের জন্য এই সংগ্রাম শুধু বেঁচে থাকা বা টিকে থাকার নয়। এ সংগ্রাম এক আদর্শকে জানা, বোঝা, মেনে নেওয়া এবং বাস্তবে রূপ দেওয়ার সংগ্রাম। সেই আদর্শ হলো ‘দীন’। আল্লাহ ও তাঁর রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেকে উজার করে দেওয়ার জন্যই মুমিনের জীবন। নিজেকে দীনদার হিসেবে গড়ে তুলতে, জীবনের প্রতিটি ক্ষেত্রে দীনের আবেদন বাস্তবে রূপ দিতে চাই দীনি নসিহত। দীনদার মানুষের গল্প, দীনের দাঈদের বিভিন্ন অবস্থা, দাওয়াতের ময়দানের চিত্র আর জীবন চলার পথে অভিজ্ঞদের উপাখ্যান আমাদের চলার পথে মশাল হয়ে পথ দেখায়। কুরআন ও সুন্নাহ মেনে চলতে প্রেরণা যোগায়। অল্প স্বল্প গল্প বইটি যেন সেই প্রেরণার গল্প কথাতেই সাজানো।