হে আমার বোন ! তুমি যখন এই বইটি পড়ে শেষ করেছো, তখন দুঃখ যন্ত্রনা ও দুশ্চিন্তাকে ঝেড়ে ফেলে দাও। দুঃখ ও কষ্টের পৃথিবী থেকে হিজরত করো, বিপদ ও মুসিবতের আস্তানা থেকে দূরত্ব অবলম্বন করো, হতাশা ও ব্যর্থতার তাবু থেকে বেরিয়ে পড়ো । ইমান ও বিশ্বাসের মেহরাবের ছায়ায় আশ্রয় নাও, আল্লাহর মুহাব্বাতের কাবা এবং তাকদিরের লিখনির দিকে দৌড়ে আসো, আর নতুন কিন্তু আনন্দ ও সুখময় জীবনের সূচনা করো।