ইসলামের সৌন্দর্যের একটি অনন্য বিষয় হলো, এতে রয়েছে সুদৃঢ় নীতিমালা (আস-সাওয়াবিত), উক্ত নীতিমালার আলোকে নিত্যনতুন সমস্যার সমাধান (আন-নাওয়াজিল)
অর্থনীতিতে আমরা যেমন নিত্যনতুন সমস্যার সম্মুখীন হচ্ছি, পাশাপাশি বের করা হচ্ছে এর সমাধান। পুঁজিবাদি অর্থব্যবস্থার সুদি প্লাবন আমাদের এমনভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যেন আমরা কোনো খড়কুটো। এর পুরোটাই সম্ভব হচ্ছে, ইসলামি অর্থব্যবস্থা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকার কারণে। তবে ইসলামি অর্থব্যবস্থা জানার ক্ষেত্রে যেমন ‘সাওয়াবিত’ সম্পর্কে জানা জরুরী, ঠিক তেমনই নাওয়াজিল সম্পর্কেও জানা জরুরি। সাওয়াবিত ছাড়া শুধু নাওয়াজিল যেভাবে বিকৃতি তৈরি করে, ঠিক তেমনি নাওয়াজিল ছাড়া সাওয়াবিত কঠোরতা তৈরি করে।