অধঃপতনের এ যুগে সাধারণ-বিশেষ প্রায় সকলেই কমবেশি ভুল-ভ্রান্তির শিকার। নতুন-পুরনো গাঢ়-স্থূল হরেক রকম ভ্রান্তির বেড়াজালে জড়িয়ে আছি আমরা। পারিপার্শ্বিক নানা কারণ তো আছেই, তবে নিজেদের অজ্ঞতা, উদাসীনতা ও অন্ধত্বই এ অক্ষয়ের বড় কারন। পার্থিব জ্ঞান-বিজ্ঞান বা শিল্প-সাহিত্য তো বটেই ধর্মীয় অঙ্গনেও আমাদের ভুলের মাত্রা কিছুমাত্র কম না। আর এ অঙ্গনে ভুলের শিকার হওয়া তো আত্মবিনাশের নামান্তর। তাই আগে আপন ধর্মীয় অনুভূতি ও আচার-আচরণকে ভ্রান্তি মুক্ত করা অতীব জরুরী। কাজেই এখনই সময়, আল্লাহ তায়ালার সাহায্য চেয়ে সত্য-সঠিক জ্ঞানার্জনে ব্রতী হওয়া। এক্ষেত্রে সহজ ও কার্যকরী পদক্ষেপ হতে পারে- চিহ্নিত ভুলভ্রান্তি সম্পর্কে অবগতি লাভ। হয়তোবা আমি এমন কোনও ভুলের শিকার, যেটিকে আমি নিশ্চিতভাবে সঠিক মনে করি, কিংবা আমি সে সম্পর্কে বেখবর। কাজেই, আসুন জেনে নিই, সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভুলের ফিরিস্তি – ‘বিশ্বাস ও কর্মে প্রচলিত ভুল-ভ্রান্তি’
.
বই | বিশ্বাস ও কর্মে প্রচলিত ভুল-ভ্রান্তি
লেখক | হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.