লেখক : মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন
প্রকাশনী: মাকতাবাতুল আবরার
বিষযী : হজ্জ-উমরাহ ও কোরবানি
ভূমিকা
হজ্জ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরয। প্রত্যেকটা ফরয ইবাদতের ন্যায় হজ্জের মাসায়েল জানাও জরুরী। বিশেষতঃ জীবনে একবার বা বৎসরান্তে হজ্জ করা হয় বিধায় এর মাসায়েল মুখস্ত রাখাও বেশ জটিল হয়ে পড়ে। তাই প্রতিবার হজ্জ করার সময়ই হজ্জ ও উমরার নিয়মনীতি এবং মাসায়েল সম্বলিত কোন কিতাব পাঠ করা এবং তা সঙ্গে রাখা প্রয়োজনীয় হয় দাঁড়ায়।
হজ্জ ও উমরার নিয়মনীতি এবং মাসায়েল সংক্রান্ত বই পুস্ত প্রচুর রয়েছে, তারপরও বাস্তবতা ও বক্ষমান অবস্থার আলোকে এবং সহজবোধ্যতার স্বার্থে আলোচ্য পুস্তকখানা রচনার প্রয়াস গ্রহণ করা হল।
হজ্জের রয়েছে তিন প্রকার । এই প্রকারগুলোর মাসায়েল ও নিয়মনীতির মধ্যেও রয়েছে পার্থক্য। আবার পুরুষ ও নারীর হজ্জের মধ্যেও মাসায়েলের পার্থক্য রয়েছে। ফলে হজ্জের মাসআলাসমূহ বুঝতে এবং মনে রাখতে বেশ বেগ পেতে হয়। আলোচ্য গ্রন্থে প্রত্যেক প্রকার হজ্জকে পৃথক পৃথকভাবে বয়ান করা হয়েছে। এতদসঙ্গে হজ্জ, উমরা ও যিয়ারতের সাথে সংশ্লিষ্ট স্থানের মানচিত্র এবং ছবিসমূহ সংযোজন করে দেয়া হয়েছে। যাতে করে সংশ্লিষ্ট বিষয়গুলো হাতে কলমে বুঝতে ও মস্তিষ্কে অংকিত করতে সহজ বোধ হয়।
হজ্জ ও উমরা সংক্রান্ত নির্ভরযোগ্য মূল কিতাবাদি দেকে মাসায়েল সংকলন করা হয়েছে। এতদসত্ত্বেও যদি কোন মুহাক্কিক আলেমের দৃষ্টিতে কোন মাসআলায় বা কোন বিষয়ে ভুল-ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে আমাদেরকে তা অবহিত করার অনুরোধ রইল। পরবর্তী সংস্করণে তার সংশোধনী পেশ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এ কিতাবখানিকে কবুল করুন। আমীন। মুহাম্মাদ হেমায়েত উদ্দীন
Login or Registerto submit your questions to seller
No none asked to seller yet